ইরানের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ৩৭ শতাংশ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি বলেছেন, গত ইরানি বছরের (১৪০০ ফারসি) শেষ তিন মাসে ইরানের ২৯ দশমিক ৫৪৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪ কোটি ১৫ লাখ ২২ হাজার টন পণ্যের বৈদেশিক বাণিজ্য হয়।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি বলেছেন, গত ইরানি বছরের (১৪০০ ফারসি) শেষ তিন মাসে ইরানের ২৯ দশমিক ৫৪৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪ কোটি ১৫ লাখ ২২ হাজার টন পণ্যের বৈদেশিক বাণিজ্য হয়।
তিনি বলেন, ১৩৯৯ সালের একই সময়ের তুলনায় গত ইরানি বছর ইরানের বৈদেশিক বাণিজ্য (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২১) ওজন এবং মূল্যের দিক থেকে যথাক্রমে ১৪ এবং ৩৭ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।
.