• Jun 22 2022 - 14:23
  • 131
  • : Less than one minute

ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে বিস্মিত হয়েছি: প্রেসিডেন্ট মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরান সফর শেষে দেশে ফিরে বলেছেন, তিনি ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি দেখে বিস্মিত হয়েছেন।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরান সফর শেষে দেশে ফিরে বলেছেন, তিনি ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি দেখে বিস্মিত হয়েছেন।সোমবার কারাকাসে আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, বিগত কয়েক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইরান যে অভূতপূর্ব উন্নতি অর্জন করেছে তা দেখে বিস্মিত হয়েছি।

প্রেসিডেন্ট মাদুরো একটি শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে গত ১০ জুন ইরান সফরে আসেন। সফরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি বিজ্ঞান ও গবেষণামূলক শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

কারাকাসে ফিরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আল-মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, তার তেহরান সফরে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দু’দেশের মধ্যে ২০ বছর-মেয়াদি চুক্তি স্বাক্ষরের ঘটনাকে তিনি অভূতপূর্ব ঘটনা বলে উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট দু’দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন বলেও জানান মাদুরো। পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: