• Feb 27 2025 - 09:12
  • 15
  • : 1 minute(s)

ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইরানের সমৃদ্ধ সাংস্কৃতিক ও সভ্যতার কথা উল্লেখ করে দেশটির বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেছেন।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইরানের সমৃদ্ধ সাংস্কৃতিক ও সভ্যতার কথা উল্লেখ করে দেশটির বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেছেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক বিভাগের প্রধান সৈয়দ রেজা মীরমোহাম্মদী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়াজ আহমেদ খানের সাথে সাক্ষাৎ করেছেন। পার্সটুডে জানিয়েছে, নিয়াজ আহমেদ খান, দুই দেশের মধ্যেকার অভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন এবং ইরানের সমৃদ্ধ সাংস্কৃতিক ও সভ্যতার কথা উল্লেখ করে বলেন: "ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি ইরান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিক্ষা ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ এনে দিয়েছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উভয় পক্ষকে এই সক্ষমতা থেকে উপকৃত হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেছেন, "আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং এটিকে বৈজ্ঞানিক ও শিক্ষা ক্ষেত্রে আরো উন্নত করতে চাই এবং আমরা ইরানের মতো উচ্চ স্তরের জ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন দেশগুলোর সাথে যোগাযোগ ও সহযোগিতা বিস্তারে আগ্রহী।"

এ সাক্ষাতে ঢাকাস্থ ইরানের সাংস্কৃতিক বিভাগের প্রধান মীরমোহাম্মদী বলেন: "ভারতীয় উপমহাদেশের অংশ হিসেবে বাংলাদেশে ফারসি ভাষার ব্যাপকতা এবং সরকারীভাবে এর মর্যাদার দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ছাড়া বাংলা ভাষায় হাজার হাজার ফারসি শব্দ ও বাক্যাংশের অস্তিত্ব সেই  পরানো যুগকে স্মরণ করিয়ে দেয়। ইরানি সাংস্কৃতিক বিভাগের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা বিভাগের শিক্ষা ও গবেষণা কর্মসূচি এবং কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।"

তিনি আরও বলেন: এই বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা বিভাগের দুজন অনুষদ সদস্যকে ইরানের সাংস্কৃতিক বিভাগের প্রধান ২০ দিনের কোর্সে অংশগ্রহণের জন্য ইরানে পাঠিয়েছিলেন এবং উভয় পক্ষের অংশগ্রহণ ও সহযোগিতায় এই বিভাগে বেশ কয়েকটি সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মীরমোহাম্মদী জোর দিয়ে বলেন: "বিখ্যাত ইরানি কবি নেজামি গাঞ্জাভির স্মরণ সভা উপলক্ষে শীঘ্রই ইরানি সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা বিভাগের সহযোগিতায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।" #

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: