• Oct 31 2022 - 12:24
  • 114
  • : Less than one minute

ইরানের বিশ্ববিদ্যালয়গুলো দেশকে শক্তিশালী করেছে: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান উৎপাদনের মাধ্যমে দেশকে শক্তিশালী করেছে এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান উৎপাদনের মাধ্যমে দেশকে শক্তিশালী করেছে এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

তিনি আজ (রোববার) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি থাকার অর্থ হচ্ছে এখানকার ছাত্ররা অন্যদের চেয়ে দেশ ও সমাজের চাহিদা সম্পর্কে বেশি জ্ঞান রাখবে এবং জনগণের সেবা করার জন্য রাষ্ট্রের সঙ্গে নিজেদের দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটাবে।

রায়িসি বলেন- একটি ঘটনাকে কীভাবে তুলে ধরা হচ্ছে, কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে এখন তা গুরুত্বপূর্ণ। সত্য তুলে ধরতে হবে।      

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন- শত্রুরা বিজ্ঞান, শিল্প, উৎপাদন ও সেবা খাতের উন্নয়ন থামিয়ে দিতে এবং বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে অনেক চেষ্টা চালিয়েছে। এ ক্ষেত্রে ব্যর্থ হয়ে তারা এখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

বৈজ্ঞানিক জ্ঞান সূচকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো ব্যাপক উন্নতি সাধন করেছে উল্লেখ করে তিনি বলেন, শত্রুদের আশা পূরণ হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেও ইরানের সম্পর্ক ও যোগাযোগ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে বলে তিনি ঘোষণা করেন।পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: