ইরানের বিশ্ববিদ্যালয়ে ৯১ দেশের শিক্ষার্থী
ইরানে ৯১টি দেশের মোট ৯৪ হাজার ৪০৬ জন বিদেশী শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।
ইরানে ৯১টি দেশের মোট ৯৪ হাজার ৪০৬ জন বিদেশী শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। ইরানের ১৪০০ সালের (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) প্রকাশিত এক পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি নীতি হল আন্তর্জাতিক ছাত্রদের ভর্তির ক্ষেত্রে বৈচিত্র্য প্রচারের চেষ্টা করা। ডেপুটি বিজ্ঞান মন্ত্রী হাসেম দাদাশপুরকে উদ্ধৃত করে একথা বলেছে বার্তা সংস্থা ইলনা।
দাদাশপুর বলেন, “এখন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ৯১টি দেশের ছাত্র রয়েছে। তাদের মধ্যে কিছু ইউরোপীয় এবং আমেরিকান দেশ থেকে এসেছে।
স্বাভাবিকভাবেই, ছাত্রদের একটি উচ্চ শতাংশ প্রতিবেশী দেশ যেমন ইরাক এবং আফগানিস্তানের।’’
সূত্র: তেহরান টাইমস।
.