• Sep 29 2022 - 12:28
  • 90
  • : Less than one minute

ইরানের বিমান বাহিনীর ‘শাহাব’ প্রশিক্ষণ ড্রোন উন্মোচন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী প্রথমবারের মতো ‘শাহাব’ প্রশিক্ষণ ড্রোন উন্মোচন করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী প্রথমবারের মতো ‘শাহাব’ প্রশিক্ষণ ড্রোন উন্মোচন করেছে।পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত ইকতেদার (শক্তি) প্রদর্শনীতে ‘শাহাব’ প্রশিক্ষণ ড্রোনটি উন্মোচন করা হয়। এটি নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। প্রদর্শনীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর সব ধরনের মনুষ্যবাহী এবং চালকবিহীন বিমান প্রদর্শন করা হয়।নজরদারি ড্রোনটি ৮ ঘণ্টায় ১১ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং এর ফ্লাইটের ব্যাসার্ধ ১০ কিলোমিটার। পর্যবেক্ষণ মিশনের জন্য এই ব্যাসার্ধ ২০০ কিলোমিটারে উন্নীত করা যাবে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: