• Jun 15 2022 - 13:24
  • 84
  • : Less than one minute

ইরানের ফারসে বিদেশি মেডিকেল পর্যটক আগমনের রেকর্ড

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে ফারস প্রদেশের হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক বিদেশি মেডিকেল পর্যটক চিকিৎসা সেবা নিয়েছে।

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে ফারস প্রদেশের হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক বিদেশি মেডিকেল পর্যটক চিকিৎসা সেবা নিয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় মেডিকেল পর্যটকের সংখ্যা বড় ধরনের রেকর্ড গড়েছে। প্রদেশের ডেপুটি গভর্নর-জেনারেল মোহাম্মদ ফারুকজাদেহ এই তথ্য জানিয়েছেন। খবর ইরনার।রোববার তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবছরের ফারভারদিন (২১ মার্চ-২০ এপ্রিল) এবং অর্দিবেহেশতে (২১ এপ্রিল-২১ মে) ফারস প্রদেশে মেডিকেল পর্যটকদের সংখ্যা যথাক্রমে ২৫০ শতাংশ এবং ৫৫০ শতাংশ বেড়েছে। এটিকে একটি অভূতপূর্ব রেকর্ড হিসেবে উল্লেখ করেন ইরানি এই কর্মকর্তা।ইরান স্বাস্থ্য পর্যটনের জন্য একটি সাশ্রয়ী মূল্যের গন্তব্য হিসেবে বিশ্বে পরিচিত। দেশটির সরকার আগামী বছরগুলিতে আরও স্বাস্থ্য পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।ফররোখজাদেহ বলেন, পরিসংখ্যান মতে, ফারস প্রদেশের হাসপাতালগুলো গত বছর সাড়ে দশ হাজার বিদেশি মেডিকেল পর্যটক ভর্তি হয় এবং চিকিৎসা সেবা নিয়েছে প্রায় ৫ হাজার আন্তর্জাতিক রোগী। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: