ইরানের প্রতি ইতালির বিখ্যাত শিল্পীর ভালোবাসা
ইতালির খ্যাতিমান শিল্পী রোমিও ক্যাস্তেলুচ্চি ইরানের পৌরাণিক কাহিনীর প্রতি তার আগ্রহের কথা প্রকাশ করে বলেছেন, ইরানি শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করতে চান।

ইতালির খ্যাতিমান শিল্পী রোমিও ক্যাস্তেলুচ্চি ইরানের পৌরাণিক কাহিনীর প্রতি তার আগ্রহের কথা প্রকাশ করে বলেছেন, ইরানি শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করতে চান।
৪৩তম ফজর থিয়েটার ফেস্টিভ্যালের নেশনস বিভাগে উপস্থিত ইরানি শিল্পীদের সাথে তার অনলাইনে কথা হয়েছে। বিখ্যাত ইতালির শিল্পী রোমিও ক্যাস্তেলুচ্চি সেই সময় বলেছেন, কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী সাহিত্যের মূল ধারার চেয়েও প্রাচীন এবং পৌরাণিক কাহিনীগুলো প্রতীকধর্মী।
তিনি বলেন, 'আমি ইরানকে খুব ভালোবাসি। আমি জানি ইরানে খুব ভালো এবং অতি প্রাচীন পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি রয়েছে।
ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইতালির সুপরিচিত এই শিল্পী আরও বলেছেন, 'ইরান কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীতে পূর্ণ এবং ইরানি শিল্পীদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে আমি খুব খুশি হব।'
পৌরাণিক কাহিনী কেবল অতীত নির্ভর নয় বরং আমাদের দৈনন্দিন জীবন এবং আধুনিক বিশ্বে যা ঘটছে তার সাথেও সামঞ্জস্যপূর্ণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'কখনও কখনও পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি বোঝা কঠিন হয়ে পড়ে কারণ আধুনিক জীবন মানুষকে অতিমাত্রায় বস্তুবাদী করে তুলেছে।#
পার্সটুডে
.