ইরানের পূর্ব আজারবাইজানে ডালিম ও ডুমুর উৎসব
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জুলফা উপশহরের নরদোজ সীমান্ত এলাকায় ডালিম ও আঞ্জির বা ডুমুর উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জুলফা উপশহরের নরদোজ সীমান্ত এলাকায় ডালিম ও আঞ্জির বা ডুমুর উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ বছর জুলফা শহরতলীতে ৫০০ হেক্টর জমিতে ডালিম এবং ১০০ হেক্টর জমিতে ডুমুর চাষ করা হয়েছে যা পূর্ব আজারবাইজান প্রদেশে ইতোমধ্যে রেকর্ড গড়েছে।
ইরানের প্রতিটি অঞ্চলে কৃষিপণ্য সংগ্রহের সময় উৎসব করা হয়। এ দেশে এটি একটি ঐতিহ্য। এসময় ফসলের ভালো ফলনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।# পার্সটুডে
.