• Jan 29 2024 - 09:20
  • 39
  • : Less than one minute

ইরানের তৈরি পদ্ধতিতে ৯৪ ভাগ নির্ভুলভাবে স্তন ক্যান্সার সনাক্ত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ভিত্তি করে তৈরি করা ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের (আইইউএমএস) একটি পদ্ধতি ৯৪ শতাংশ নির্ভুলতার সাথে স্তন ক্যান্সার সনাক্ত করতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ভিত্তি করে তৈরি করা ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের (আইইউএমএস) একটি পদ্ধতি ৯৪ শতাংশ নির্ভুলতার সাথে স্তন ক্যান্সার সনাক্ত করতে পারে।
আইইউএমএস প্রেসিডেন্ট আবদোলরেজা পাজুকিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘এই ক্যান্সার সনাক্তকরণ ব্যবস্থাটি ক্যান্সারের অত্যন্ত সঠিক এবং সময়মত নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক।’
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশে অকালমৃত্যুর প্রধান কারণ ক্যান্সার।
 
গত ৩০ বছরে পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, স্তন ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি (১২ শতাংশ) দেশের নারীদের মধ্যে। আর নারীদের ক্যান্সারের ২৬ শতাংশই স্তন ক্যান্সার।
 
ইরানে স্তন ক্যান্সার নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। প্রতি বছর প্রায় ৩০ শতাংশ রোগী মারা যায়। বিশ্বের গড় হিসেবে যা বেশি।
 
ক্যান্সারের আগে সনাক্ত করা গেলে তা সফল চিকিৎসা এবং বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়।
সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: