ইরানের তৈরি ডেলামান ডেস্ট্রয়ারের প্রথম ছবি প্রকাশ
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী লজিস্টিকসের সামরিক বিশেষজ্ঞদের নির্মিত ডেলামান ডেস্ট্রয়ারের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। শীঘ্রই এটি দেশটির নৌবাহিনীর বহরে যোগ দেবে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী লজিস্টিকসের সামরিক বিশেষজ্ঞদের নির্মিত ডেলামান ডেস্ট্রয়ারের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। শীঘ্রই এটি দেশটির নৌবাহিনীর বহরে যোগ দেবে।
ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদরেজা আশতিয়ানীর ঘোষণা অনুযায়ী, নৌবাহিনী দিবস উপলক্ষে ডেস্ট্রয়ারের মোড়ক উন্মোচন ও নৌবাহিনীতে যোগদানের কথা রয়েছে।
এই ডেস্ট্রয়ারটি ১৫শ টন ওজনের মোজ ক্লাস ডেস্ট্রয়ারগুলির অন্যতম। পূর্ববর্তী ভারসনগুলির তুলনায় এর অনেক সুবিধা রয়েছে। সূত্র: মেহর নিউজ
.