ইরানের তৈরি করোনা টিকা আমদানি করছে ১০ আফ্রিকান দেশ
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি বলেছেন, তার দেশ বর্তমানে আফ্রিকার দশটি দেশে দেশীয়ভাবে তৈরি করোনাভাইরাসের টিকা রপ্তানি করছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি বলেছেন, তার দেশ বর্তমানে আফ্রিকার দশটি দেশে দেশীয়ভাবে তৈরি করোনাভাইরাসের টিকা রপ্তানি করছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এক বা দুই সপ্তাহ আগে করোনাভাইরাসের টিকা রপ্তানি শুরু করেছি। আপাতত, ইরানের তৈরি ভ্যাকসিন আফ্রিকার দশটি দেশে রপ্তানি করা হচ্ছে। এদিকে, ইরানের খাদ্য ও ওষুধ সংস্থার প্রধান বাহরাম দারাই বলেছেন, দেশীয়ভাবে তৈরি ভ্যাকসিনের প্রায় ৪০ লাখ ডোজ এ পর্যন্ত রপ্তানি করা হয়েছে। বুধবার টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমাবদ্ধতা সত্ত্বেও ইরানি পণ্যগুলো সংস্থাটির অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।” সূত্র: তেহরান টাইমস
.