• Aug 19 2025 - 06:17
  • 3
  • : 1 minute(s)

ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ৪ মাসে ১৬.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) ১৬.৫ বিলিয়ন ডলার মূল্যের ৪৮ মিলিয়ন টন তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে।

ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) ১৬.৫ বিলিয়ন ডলার মূল্যের ৪৮ মিলিয়ন টন তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা পাঁচ শতাংশ কম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান ফরৌদ আসগারি এই তথ্য জানিয়েছেন।

আইআরআইসিএ প্রধান ও উপ-অর্থনীতিমন্ত্রী আসগারি বলেন, পেট্রোকেমিক্যাল রপ্তানি মোট তেল বহির্ভূত রপ্তানির সবচেয়ে বড় অংশ। এই পণ্যটি থেকে ৬.৯ বিলিয়ন ডলার রাজস্ব আয় হয়েছে। যদিও এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কম।

অন্যান্য প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস প্রায় ১.৩ বিলিয়ন ডলার, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ১ বিলিয়ন ডলার, মিথানল ৭৮৯ মিলিয়ন ডলার এবং বিউটেন ও পেট্রোলিয়াম গ্যাস ৯১৪ মিলিয়ন ডলার।

এই সময়ের মধ্যে চীন ছিল ইরানের শীর্ষ রপ্তানি বাজার। দেশটি ইরান থেকে ৪.৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করেছে। ৩.০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করে ইরাক দ্বিতীয় স্থানে রয়েছে, এরপর সংযুক্ত আরব আমিরাত ২.১ বিলিয়ন ডলার, তুরস্ক ১.৬ বিলিয়ন ডলার, আফগানিস্তান ৭৯০ মিলিয়ন ডলার, পাকিস্তান ৬০৩ মিলিয়ন ডলার এবং ওমান ৫৯১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করেছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: