• Apr 6 2022 - 13:30
  • 86
  • : Less than one minute

ইরানের তেল-বহির্ভূত বাণিজ্যে ১শ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড

গেল ইরানি বছরে ইরানের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির উপ-অর্থমন্ত্রী আলিরেজা মোগাদ্দাসি।

গেল ইরানি বছরে ইরানের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির উপ-অর্থমন্ত্রী আলিরেজা মোগাদ্দাসি। যা গত বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।উপঅর্থমন্ত্রী এবং ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মহাপরিচালক বলেন, ফারসি বছর ১৪০০ সালে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) ইরান এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ৬২ মিলিয়ন টন পণ্য বিনিময় হয়েছে।মোগাদ্দাসি জানান, গেল বছর বিশ্বের সব অংশে ৪৮ বিলিয়ন ডলার মূল্যের ১২২ মিলিয়ন টন ইরানি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। এই সময়ে ইরানে ৫২ বিলিয়ন ডলার মূল্যের ৪০ মিলিয়ন টনের অধিক পণ্য আমদানি করা হয়। প্রধানত পণ্য, কাঁচামাল এবং উৎপাদন যন্ত্রপাতি আমদানি করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: