• May 10 2022 - 14:42
  • 93
  • : 1 minute(s)

ইরানের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার সরকার গত আগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত দেশের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এটি সম্ভব হয়েছে। ফলে তেল বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই।

গতকাল (সোমবার) শেষ বেলায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেন।

এর আগে ইরানের তেলমন্ত্রী যাওয়াদ ওউজি জানিয়েছেন, আমেরিকার কঠোরতম নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের তেল রপ্তানি বেড়েছে এবং ভিয়েনা আলোচনার ফলাফলের জন্য তেহরানকে অপেক্ষা করতে হয় নি। তিনি বলেন, বিভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ক্রেতার সঙ্গে তেল বিক্রির চুক্তি করা হয়েছে এবং ইরান এমন সব জায়গায় তেল নিয়ে গেছে যা মার্কিনিরা কল্পনাও করতে পারবে না।

গতকালের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রায়িসি বলেন, করোনা মহামারীর মধ্যে জনগণের জীবন বাঁচানো, নিত্য পণ্যের মজুদ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক বাণিজ্য এবং তেল বিক্রির বিষয়টি নিয়ে কোনো উদ্বেগ নেই বরং এসব সমস্যা গ্রহণযোগ্য মাত্রায় সমাধান করা হয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি জানান, তার সরকার মৌলিক পণ্যের ওপর ভর্তুকি কর্মসূচি সংস্কার করার চিন্তা করছে এবং অন্যায় বরাদ্দ বন্ধ করবে। পাশাপাশি কম মূল্যে বৈদেশিক মুদ্রা বিতরণেরও চিন্তা করছে সরকার।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, সরকারের যথোপযুক্ত পদক্ষেপের কারণে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭০০ থেকে ৭- এ নেমে এসেছে। সূত্র: পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: