ইরানের ট্রানজিট রুট কেন নানা দেশের ব্যাপক পছন্দের
গত দশ মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে ২৭ শতাংশ।

গত দশ মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে ২৭ শতাংশ। গত দশ মাসের হিসাব অনুযায়ী ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন হয়েছে এক কোটি ৪৭ লাখ টন।
তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গত বছরও এই খাতে প্রবৃদ্ধি হয়েছিল আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ যা ছিল একটি রেকর্ড। সংশ্লিষ্ট ইরানি সূত্র জানিয়েছে ট্রানজিট সম্পর্কিত বিষয়গুলিকে সহজতর করা, পরিবহন এবং গুদামজাতকরণ সম্পর্কিত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ইরানের লজিস্টিক ক্ষমতার উন্নয়ন, সফল অর্থনৈতিক কূটনীতি এবং বাণিজ্য বিনিময়ের উন্নতি ও বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলির সাথে গঠনমূলক যোগাযোগ ইত্যাদি ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন বা ট্রানজিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব-বাণিজ্যে, বিশেষ করে এশিয়া অংশে দক্ষিণাঞ্চলের বহু দেশের তৎপরতা জোরদার হয়েছে, ফলে ট্রানজিট রুটগুলো ও সংযোগ-করিডোরযুক্ত পথগুলোর গুরুত্ব বেড়েছে।
ইরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌরব শ্রেষ্ঠ সম্প্রতি উত্তর ইরানের বন্দর আঞ্জালি পরিদর্শনের পর তার দেশের বাণিজ্য জোরদার করতে ও ইউরো-এশিয়া এবং ককেশিয় অঞ্চলের সঙ্গে যুক্ত হতে নিরাপদতম ও সবচেয়ে সাশ্রয়ী ও সর্বোত্তম রুট হিসেবে ইসলামী ইরানের পথগুলো ব্যবহারের ওপর জোর দিয়েছেন।
এ বিষয়ে চলতি ফার্সি বছরের মাঝামাঝি সময়ে তথা এখন থেকে প্রায় চার মাস আগে ইরান-চীন ডাবল কার্গো কন্টেইনার রেল যোগাযোগ চালুর ঘটনাও বেশ স্মরণীয়। এই রেল-ট্রানজিট ইউরোপে চীনা পণ্য সরবরাহের জন্য সবচেয়ে নিরাপদ ও দ্রুততম পথ হিসেবে বিবেচিত।
পূর্ব ও পশ্চিমের করিডোর হিসেবে ইরান সেই দুই হাজার বছরেরও বেশি প্রাচীন সিল্ক রোডের সুবিধা দেয়ার ক্ষমতা রাখে চীনকে কয়েকটি সীমান্ত পথে। ইরান চীনকে ৫টি রুটে ট্রানজিট সুবিধা দিতে পারে ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে। এর মধ্যে তিনটি হল রেল-পথ ও দুটি হল সড়ক পথ। তিনটি রেলপথ হল: কাজাকিস্তান-উজবেকিস্তান-তুর্কমেনিস্তান-সারাখস হয়ে রাজি এলাকা থেকে তুরস্ক পর্যন্ত এবং অন্য দুটি হল কাজাকিস্তান-তুর্কমেনিস্তান- ইঞ্চেবুরুন-রাজি।
এ ছাড়াও চীন ভারত ও রাশিয়ার বাজার ধরতে উত্তর-দক্ষিণ করিডোর ব্যবহার করতে পারে। অন্য কথায় নৌ, সড়ক ও রেলপথে ইরান নানা দেশের পণ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়ার জন্য একটি জরুরি ও অত্যন্ত সাশ্রয়ী সংযোগ জংশন বা চৌরাস্তা। বিশ্ব-বাণিজ্য ও অর্থনীতিকে জোরদারের জন্য এই ধরনের করিডোর ও ট্রানজিট রুট আবারও চালু হচ্ছে। আর এক্ষেত্রে ইরান অন্যদের চেয়ে অনেক বেশি মাত্রায় উপযোগী ও এগিয়ে রয়েছে। #
পার্সটুডে
.