• Feb 27 2025 - 09:16
  • 13
  • : 1 minute(s)

ইরানের টিচার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষক

বুরহান ফাউন্ডেশনের টিচার অ্যাওয়ার্ড প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যায়ে পৌঁছানো বাংলাদেশি শিক্ষক ও মানবাধিকারকর্মী রোকনুজ্জামান আনসারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বুরহান ফাউন্ডেশনের টিচার অ্যাওয়ার্ড প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যায়ে পৌঁছানো বাংলাদেশি শিক্ষক ও মানবাধিকারকর্মী রোকনুজ্জামান আনসারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।  

ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর হাত থেকে রোকনুজ্জামান আনসারী সম্মাননাসূচক ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করেন।

২০১৭ সালে মিয়ানমার থেকে চট্টগ্রামের কক্সবাজারে আসা রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের নিয়ে শিশু মেলা নামে একটি স্কুলের যাত্রা শুরু হয়। এই শরণার্থী শিশুদের শিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখায় এই অ্যাওয়ার্ডে ভূষিত হন রোকনুজ্জামান আনসারী।

রোকনুজ্জামান আনসারীকে শিক্ষক অ্যওয়ার্ড দেয়ার জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিলেন ইরানি কালচারাল কাউন্সিলর। বুরহান ফাউন্ডেশনের শিক্ষক পুরষ্কার এর সেমিফাইনাল পর্যায়ে তিনি যোগ্যতা অর্জন করেছিলেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় অ্যাওয়ার্ডটি ইরানের বেসরকারী সংস্থা বুরহান এডুকেশন এবং তারবিয়াত ফাউন্ডেশন প্রদান করে থাকে। সমাজ শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনকারী ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড দেয়া হয়ে থাকে। সম্প্রতি তেহরানে বুরহান ফাইন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় শিক্ষক অ্যাওয়ার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মিরমোহাম্মদী রোকনুজ্জামান আনসারীর সাথে দেখা করেন। রোহিঙ্গা মুসলিম শরণার্থী পরিবারের শিশুদের স্বেচ্ছাসেবী শিক্ষা পরিষেবা প্রদানে তার প্রচেষ্টাকে শিক্ষাক্ষেত্রে সংগ্রাম এবং সৃজনশীলতার উদাহরণ হিসেবে বিবেচনা  করেন তিনি।

সাইয়্যেদ মীর মোহাম্মদী রোকনুজ্জামানের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে একটি আদর্শ হিসেবে তুলে ধরেছেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: