• Feb 24 2025 - 09:38
  • 17
  • : Less than one minute

ইরানের জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলির ২৫ বিলিয়ন ডলারের বিক্রি

সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ইরানের জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলি চলতি ইরানি বছরের (২০ মার্চ ২০২৪ থেকে যা শুরু হয়েছে) শুরু থেকে এপর্যন্ত ১ দশমিক ২৫০ কোয়াড্রিলিয়ন রিয়াল বা ২৫ বিলিয়ন মার্কিন ডলারের অধিক বিক্রয়ের রেকর্ড করেছে।

সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ইরানের জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলি চলতি ইরানি বছরের (২০ মার্চ ২০২৪ থেকে যা শুরু হয়েছে) শুরু থেকে এপর্যন্ত ১ দশমিক ২৫০ কোয়াড্রিলিয়ন রিয়াল বা ২৫ বিলিয়ন মার্কিন ডলারের অধিক বিক্রয়ের রেকর্ড করেছে।

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতির ভাইস প্রেসিডেন্সির জ্ঞান-ভিত্তিক অর্থনীতির উন্নয়ন বিষয়ক উপ-পরিচালক রেজা বখশি-আনি বুধবার বলেছেন, সরকার অর্থনীতিতে অভিজাত প্রতিভাদের একীভূতকরণকে সহজতর করছে যাতে তারা আইডিয়া, প্রোটোটাইপ পণ্য বিকাশ এবং তাদের উদ্ভাবন বাণিজ্যিকীকরণে সহায়তা করতে পারে।

শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘শরিফ ড্রিম’ অনুষ্ঠানে বক্তৃতাকালে বখশি-আনি উল্লেখ করেন, ইরানে প্রায় ১০ হাজার জ্ঞান-ভিত্তিক সংস্থা রয়েছে। এই বছর তাদের বিক্রয় কর্মক্ষমতা একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। যদিও আরও প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: