ইরানের জ্ঞান-ভিত্তিক সংস্থা ৯০ শতাংশ বেড়েছে
গত ২০ মার্চ শেষ হওয়া ইরানি ক্যালেন্ডার বছরে ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানির সংখ্যা ৮ হাজার ৩৬৮টিতে পৌঁছেছে।
গত ২০ মার্চ শেষ হওয়া ইরানি ক্যালেন্ডার বছরে ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানির সংখ্যা ৮ হাজার ৩৬৮টিতে পৌঁছেছে। এক বছরের আগের তুলনায় যা ৯০ শতাংশ বেড়েছে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির তথ্যমতে, ১৪০০ সালে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) প্রায় ৭৫০টি নতুন জ্ঞান-ভিত্তিক কোম্পানি চালু হয়। ১৪০১ সালে (মার্চ ২০২২ থেকে মার্চ ২০২৩) সেখানে প্রায় ১ হাজার ৪শ’টি নতুন কোম্পানি চালু হয়েছে। খবর বার্তা সংস্থা ইরনার।
নতুন চালু হওয়া কোম্পানিগুলো প্রধানত ‘বায়োটেকনোলজি, কৃষি এবং খাদ্য শিল্প’, ‘ফার্মাসিউটিক্যালস এবং মেডিসিন’, ‘রাসায়নিক উপকরণ ও পণ্য’ এবং ‘যন্ত্র ও সরঞ্জাম’ সংশ্লিষ্ট।
ইরানের উদ্ভাবন এবং সমৃদ্ধি তহবিল গত (ইরানি ক্যালেন্ডার) বছরে জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলিকে সহায়তার জন্য মোট ২৭ দশমিক ৮ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৫৫ মিলিয়ন ডলার) প্রদান করেছে। সূত্র: তেহরান টাইমস।
.