• Oct 13 2024 - 15:02
  • 5
  • : Less than one minute

ইরানের জাতীয় জুনিয়র তায়কোয়ান্দো দলকে সর্বোচ্চ নেতার অভিনন্দন

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব তায়কোয়ান্দো জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করায় ইরানের ছেলে ও মেয়েদের জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব তায়কোয়ান্দো জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করায় ইরানের ছেলে ও মেয়েদের জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি এক বার্তায় এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্মান অর্জনের জন্য ক্রীড়াবিদ, জাতীয় তায়কোয়ান্দো দলের কারিগরি স্টাফ এবং ইরানো তায়কোয়ান্দো ফেডারেশনকে অভিনন্দন জানিয়েছেন।

পার্সটুডে জানিয়েছে, ১ অক্টোবর মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার চুনচেওনে ৯৬টি দেশের ৯৩৬ জন তায়কোয়ান্দো খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছিল ১৪তম বিশ্ব যুব তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ। ৬ দিনের ওই প্রতিযোগিতা শেষ হয়েছে গত ৬ অক্টোবর।

এবারের প্রতিযোগিতায় ইরানের মেয়েদের দল চারটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক অর্জন করেছে। আর ছেলেদের দল প্রতিযোগিতায় তিনটি স্বর্ণএকটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর ফলে ইরানের জাতীয় তায়কোয়ান্দো দলের ছেলে ও মেয়েরা দুটি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

এর আগে, ইরানি দল ছেলেদের বিভাগে দুবার এবং মেয়েদের বিভাগে একবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে। তবে, এই প্রথম ইরানি দল একই সময়ে ছেলে ও মেয়েদের উভয় গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতল।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: