ইরানের চিকিৎসা পর্যটন থেকে আয় ১ বিলিয়ন ডলার
গত ইরানি ক্যালেন্ডার বছরে ইরানের চিকিৎসা পর্যটন থেকে আয় ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে (গেল ২০ মার্চ যা শেষ হয়েছে)।
গত ইরানি ক্যালেন্ডার বছরে ইরানের চিকিৎসা পর্যটন থেকে আয় ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে (গেল ২০ মার্চ যা শেষ হয়েছে)। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী সাইদ কারিমি এই তথ্য জানান।
শুক্রবার বার্তা সংস্থা মেহর নিউজ ওই কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান গত বছর প্রায় ১২ লাখ মেডিকেল পর্যটকের আতিথেয়তা করেছে।
কারিমি বলেন, ১৬৪টি দেশ থেকে আসা পর্যটকরা দেশে থাকার সময় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন।
উপমন্ত্রী আরও জানান, মেডিকেল ট্যুরিজমের জন্য ২৪৭টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২০-২০২১ মেডিকেল ট্যুরিজম সূচকে ইরান চিকিৎসা পর্যটনের জন্য ৪৬তম শীর্ষ গন্তব্য স্থান লাভ করেছে বলে জানান তিনি।
কারিমি বলেন, ইরানে আগত চিকিৎসা পর্যটকদের সিংহভাগ ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ওমান, বাহরাইন, আর্মেনিয়া এবং তাজিকিস্তান সহ প্রতিবেশী দেশগুলি থেকে এসেছেন। সূত্র: তেহরান টাইমস।
.