ইরানের গ্র্যান্ডমাস্টার আমিন তাবাতাবায়ি রাশিয়ার কারপভ কাপে চ্যাম্পিয়ন
ইরানের গ্র্যান্ডমাস্টার মোহাম্মদ আমিন তাবাতাবায়ি কোনো পরাজয় ছাড়া রাশিয়ার আন্তর্জাতিক কারপভ কাপ ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছেন।

ইরানের গ্র্যান্ডমাস্টার মোহাম্মদ আমিন তাবাতাবায়ি কোনো পরাজয় ছাড়া রাশিয়ার আন্তর্জাতিক কারপভ কাপ ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, তাবাতাবায়ি প্রতিযোগিতার আট রাউন্ড পর ৫.৫ পয়েন্ট অর্জন করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১.৫ পয়েন্ট এগিয়ে থেকে টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের আগেই শীর্ষস্থান ধরে রাখেন। তিনি তিনটি ম্যাচে জয় ও পাঁচটি ড্র করে এবং একটি ম্যাচেও হার না মেনে আগেভাগেই শিরোপা নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে তাবাতাবায়ি আন্তর্জাতিক দাবা অঙ্গনে ইরানের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলেন। #
পার্সটুডে
.