• Apr 3 2022 - 13:34
  • 75
  • : Less than one minute

ইরানের কারিগরি ও প্রকৌশল সেবা রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশ

গত ইরানি ক্যালেন্ডার বছরে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) ইরানের প্রযুক্তিগত এবং প্রকৌশল সেবা রপ্তানি ৪০০ শতাংশ বেড়েছে।

গত ইরানি ক্যালেন্ডার বছরে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) ইরানের প্রযুক্তিগত এবং প্রকৌশল সেবা রপ্তানি ৪০০ শতাংশ বেড়েছে। আগের বছরের তুলনায় এই রপ্তানি বেড়েছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) প্রধান আলিরেজা পেইমান-পাক এই তথ্য জানান।গত বছরে ইরানের প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানি হয় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের অধিক মূল্যের এবং ১৮টি দেশে এই প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানি হয়।টিপিও প্রধান বলেন, চলতি বছরে কারিগরি ও প্রকৌশল সেবা রপ্তানি ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইরানের প্ল্যানিং অ্যান্ড বাজেট অর্গানাইজেশনের (পিবিও) প্রধান বলেছেন, এই অঞ্চলের অনেক দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রকৌশল ও প্রযুক্তিগত সেবা চাইছে এবং ইরান তাদের এই ধরনের পরিষেবা দেওয়ার সক্ষমতা রাখে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: