• Oct 10 2024 - 16:35
  • 53
  • : Less than one minute

ইরানের ওষুধ রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ

ইরান ২০ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি বছরের প্রথমার্ধে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের ওষুধ রপ্তানি করেছে।

ইরান ২০ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি বছরের প্রথমার্ধে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের ওষুধ রপ্তানি করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭ শতাংশ বেশি।

বছরের প্রথমার্ধে ওজনের দিক দিয়ে রপ্তানির পরিমাণ ছিল ৪৯ হাজার টন। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন এই তথ্য জানিয়েছে।

উল্লিখিত ছয় মাসে প্রায় ৩৪৫টি কোম্পানি ওষুধ, পরিপূরক এবং কাঁচামাল উৎপাদনের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস আমদানিতে জড়িত ছিল।

ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মোট ৫৪ হাজার ৮০০ টন পণ্য আমদানি করে। যা গত বছরের একই সময়ের তুলনায় পরিমাণের দিক দিয়ে ৩ দশমিক ৭৬ শতাংশ এবং মূল্যের দিক থেকে সাড়ে চার শতাংশ কম। খবর ইরনার
সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: