• Aug 9 2023 - 14:14
  • 49
  • : Less than one minute

ইরানের আটকে থাকা অর্থ অবমুক্ত করতে জাপান সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী

জাপানে আটকে থাকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করার জন্য টোকিও সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লহিয়ান।

জাপানে আটকে থাকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করার জন্য টোকিও সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লহিয়ান। এ তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

গতকাল (সোমবার) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা আমাদের অর্থ ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখব, যেমনটি আমরা আগেও করেছি।"নাসের কানয়ানি জানান, ইরানি অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে জাপানের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সময় ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানান, জাপান বারবারই আটক অর্থ অবমুক্ত করার জন্য তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে এবং এ নিয়ে তারা চেষ্টা চালাচ্ছে।  ইরান বিভিন্ন দেশের কাছে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার জন্য অনেক জায়গা থেকে ব্যাংকিং চ্যানেলে অর্থ আনতে পারছে না। দক্ষিণ কোরিয়া, ইরাক, চীন, জাপান এবং ভারতের ব্যাংকে এ ধরনের শত শত কোটি ডলার আটকে রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: