• Aug 29 2022 - 14:33
  • 94
  • : Less than one minute

ইরানের অ্যারোস্পেস ফোর্সে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের গবেষণা সংস্থার প্রধান সামাদ আগামোহাম্মাদি বলেছেন, খুব শিগগিরই অ্যারোস্পেস ফোর্সে মধ্যম ও দূরপাল্লার নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের গবেষণা সংস্থার প্রধান সামাদ আগামোহাম্মাদি বলেছেন, খুব শিগগিরই অ্যারোস্পেস ফোর্সে মধ্যম ও দূরপাল্লার নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে।

তিনি আজ (রোববার) আরও বলেছেন, অ্যারোস্পেস ফোর্সের আসন্ন মহড়াগুলোতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা দেখা যাবে। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি পুরনো কয়েকটি ব্যবস্থার আধুনিকায়ন করা হবে এবং সেগুলোও এই বাহিনীতে যুক্ত হবে।

ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের গবেষণা সংস্থার প্রধান সামাদ আগামোহাম্মাদি আরও বলেন, বর্তমান বিশ্বে শক্তির উপাদানগুলোর একটি হচ্ছে ড্রোন। সাম্প্রতিক ড্রোন মহড়ায় শত্রুর অবস্থান চিহ্নিতকরণ থেকে শুরু করে লক্ষ্যবস্তু ধ্বংসের নানা অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

ইরানের সেনাবাহিনীর ড্রোন মহড়া-১৪০১ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এই মহড়ায় সেনাবাহিনীর চারটি প্রধান ইউনিট ও বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়া অংশ নিয়েছে। মহড়া চলাকালে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে ড্রোনগুলো সফলভাবে হামলা চালিয়েছে।#  পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: