ইরানে ৮ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে
ইরানে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার উদ্ভিদ প্রজাতি সনাক্ত করা গেছে।
ইরানে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার উদ্ভিদ প্রজাতি সনাক্ত করা গেছে। উদ্ভিদের বৈচিত্র্য এবং সংখ্যার দিক থেকে এটি ইউরোপ মহাদেশের উদ্ভিদ প্রজাতির ৮০ শতাংশের সমান। গাছপালা অনন্য জীব। তারা কেবল সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে শর্করা তৈরি করতে পারে। নিজস্ব খাদ্য সরাসরি সংশ্লেষিত করার এই ক্ষমতা উদ্ভিদকে সফলভাবে মানিয়ে নিতে এবং গ্রহের প্রায় প্রতিটি কুলুঙ্গির মধ্যে বৈচিত্র্য আনতে সক্ষম করেছে। জীববিজ্ঞানীরা অনুমান করছেন, উদ্ভিদ প্রজাতির মোট সংখ্যা প্রায় আড়াই লাখ।
এসব সক্ষমতা উদ্ভিদকে জৈব পদার্থের প্রাথমিক উৎপাদক করে তোলে। প্রাণী এবং মানবজাতির জন্য গড়ে তোলে খাদ্য, ওষুধ এবং একটি উপভোগ্য ভূ-দৃশ্য। উদ্ভিদ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জীবনযাত্রার পরিবেশ তৈরি করে। দেশের অনেক গাছপালার ঔষধি, অর্থনৈতিক এবং শোভাময় মূল্য রয়েছে।
মানুষ এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য উদ্ভিদ গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সাম্প্রতিক দশকগুলিতে গাছপালার প্রতি অবহেলা করা হয়েছে। তাই অনেক প্রজাতির উদ্ভিদ বর্তমানে বিলুপ্তির পথে।
মানুষকে উদ্ভিদের গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর ১৮ মে পালিত হয় আন্তর্জাতিক উদ্ভিদ দিবস। সূত্র- তেহরান টাইমস