• Feb 19 2025 - 09:07
  • 14
  • : Less than one minute

ইরানে ২৩টি দেশের অন্তত ৫০০ বন্ধ্যা দম্পতির চিকিৎসা

ইরানের অন্যতম বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র হিসেবে রুইয়ন রিসার্চ ইনস্টিটিউট বেশ পরিচিত।

ইরানের অন্যতম বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র হিসেবে রুইয়ন রিসার্চ ইনস্টিটিউট বেশ পরিচিত। এই ইনস্টিটিউট সম্প্রতি ঘোষণা করেছে যে এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নীতি ও নীতিমালা অনুসরণ করার পাশাপাশি উচ্চমানের পরিষেবার কারণে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের বন্ধ্যা দম্পতিরা চিকিৎসার জন্য ইরানকে বেছে নেন। রুইয়ন রিসার্চ ইনস্টিটিউটের স্পেশালাইজড সার্ভিসেসের ডেপুটি ডিরেক্টর আহমেদ ভাসুক গেল ১৫ ফেব্রুয়ারি, চতুর্থ আন্তর্জাতিক কংগ্রেস অফ 'ওয়েস্ট এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা' (WANA) এর সংবাদ সম্মেলনে ওই দাবি করেন। তিনি আরও বলেন: রুইয়ন রিসার্চ ইনস্টিটিউটে বিদেশী রোগীদের চিকিৎসার খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। উচ্চমানের পরিষেবার পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের মাঝে একটি শক্তিশালী আশা ও উদ্দীপনা তৈরি করেছে। ভাসুক আরও জানান: গত ফার্সি বছরে (১৪০২), বিশ্বের অন্তত ২৩টি দেশ থেকে প্রায় ৫০০ বন্ধ্যা দম্পতি চিকিৎসার জন্য ইরানে এসেছিলেন। তাদের আগমন আমাদের পরিষেবার ওপর বিশ্বব্যাপী আস্থারই ইঙ্গিত বহন করে বলে জানান তিনি।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: