• Oct 11 2022 - 12:00
  • 93
  • : Less than one minute

ইরানে মেডিকেল পর্যটক বেড়েছে ২০০ শতাংশ

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে ইরানে চিকিৎসা সেবা নিতে আসা আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা ২০০ শতাংশ বেড়েছে।

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে ইরানে চিকিৎসা সেবা নিতে আসা আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা ২০০ শতাংশ বেড়েছে। করোনাভাইরাস যুগের আগের একই সময়ের তুলনায় এই সংখ্যা বেড়েছে। পর্যটন কর্মকর্তা
হোসেন নিকৌনাম শনিবার এই তথ্য জানান। তিনি বলেন, ‘দেশে করোনাভাইরাস পরিস্থিতির আগের তুলনায় আড়াই বছরের ব্যবধানে আমরা আজ মেডিকেল পর্যটকদের আগমনে ২০০ শতাংশ প্রবৃদ্ধি উল্ফলন দেখছি।’
কর্মকর্তা অবশ্য এই সময়ের মধ্যে আসা আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা উল্লেখ করেননি।জানা যায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান ১ লাখ ২৫ হাজারের বেশি আন্তর্জাতিক রোগীকে আকৃষ্ট করেছে। তারা বর্তমান পারস্য ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এসব ভ্রমণকারীর বেশিরভাগই ইরাক, আফগানিস্তান, আজারবাইজান এবং পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে এসেছে। সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: