• Oct 17 2022 - 12:18
  • 125
  • : Less than one minute

ইরানে বিশ্বখ্যাত কবি হাফেজ দিবস পালন

ইরানের পালিত হলো বিশ্বখ্যাত কবি হাফেজ শিরাজির স্মরণে শিরাজি দিবস।

ইরানের পালিত হলো বিশ্বখ্যাত কবি হাফেজ শিরাজির স্মরণে শিরাজি দিবস। প্রতি বছর ইরানি ক্যালেন্ডারের ২০ মেহর দিবসটি পালিত হয়। সে হিসেবে এই বছরের ১২ অক্টোবর হাফেজ শিরাজি দিবস পালন করে দেশটি।হাফেজের পুরো নাম শামস আল-দ্বীন মোহাম্মাদ হাফেজ-ই শিরাজি। তবে তিনি হাফেজ নামেই বেশি পরিচিতি লাভ করেন। ১৪ শতকের ফারসি ক্ল্যাসিক্যাল সাহিত্যের লিরিক কবি ছিলেন তিনি।শামস আল-দ্বীন মোহাম্মাদ ১৩১০ থেকে ১৩৩৭ সালের মধ্যে কোনো একসময় ফারস প্রদেশের শিরাজে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান শিরাজ শহর ভালোবাসা, কবিতা ও সভ্যতার শহর হিসেবে পরিচিত।হাফেজ তার বাবার মুখ থেকে তেলাওয়াত শুনে শুনে শৈশবকালে পবিত্র কুরআন মুখস্থ করে ফেলেন। এজন্য মূলত তাকে হাফেজ বলা হয়। অর্থাৎ যিনি পবিত্র কুরআন মুখস্থ করেন তাকে হাফেজ বলা হয়। সব সময়কার তিনি সবচেয়ে প্রভাবশালী ফারসি কবি। তাকে ইরানিদের অন্যতম ভালোবাসার কবি হিসেবেও অভিহিত করা যেতে পারে। সূত্র: তেহরান টাইমস/ মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: