ইরানে বিনামূল্যে স্বাস্থ্য বিমা সুবিধা পাচ্ছে ৯৫ হাজার শরণার্থী
ইরানে কঠিন রোগের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা সুবিধা ভোগ করছেন প্রায় ৯৫ হাজার শরণার্থী।
ইরানে কঠিন রোগের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা সুবিধা ভোগ করছেন প্রায় ৯৫ হাজার শরণার্থী। দেশটিতে নিবন্ধিত শরণার্থীরা যাদের বৈধ বসবাসের অনুমতি রয়েছে তারা এই সুবিধা ভোগ করছেন।
বৈধ এসব শরণার্থীর বীমা চুক্তি প্রতি বছর শেষ ইরানি ক্যালেন্ডার মাস এসফান্দে রিনিউ করা হবে। ইরানের স্বাস্থ্য বীমা সংস্থার একজন কর্মকর্তা জামশিদ শায়ানফার বার্তা সংস্থা ফারসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শরণার্থীদের জন্য বিমা প্রিমিয়াম হাই কমিশনারের মাধ্যমে কাভার করা হয়। প্রায় ৬০ হাজার বিদেশি নাগরিকের জন্য বিমা প্রিমিয়াম সরকারি বাজেটের ভিত্তিতে স্বাস্থ্য বিমা সংস্থাকে প্রদান করা হয়। সূত্র: তেহরান টাইমস
.