ইরানে বিদেশী শিক্ষার্থীদের ২৪ শতাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে
ইরানের ২৪ শতাংশ বিদেশী শিক্ষার্থী রাষ্ট্রীয় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করছে।
ইরানের ২৪ শতাংশ বিদেশী শিক্ষার্থী রাষ্ট্রীয় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করছে। দেশটির উপবিজ্ঞানমন্ত্রী হাশাম দাদাশপুর একথা বলেছেন।মন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ৯৪ হাজারেরও বেশি বিদেশী শিক্ষার্থী দেশে অধ্যয়ন করছে। এদের মধ্যে ২৪ শতাংশ (প্রায় ২৭ হাজার শিক্ষার্থী) রাষ্ট্রীয় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করছে।
বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করা বিজ্ঞান মন্ত্রণালয়ের অগ্রাধিকারের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট (ইব্রাহিম রাইসি) বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। দাদাশপুর জোর দিয়ে বলেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সারাদেশের সব বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত থাকতে হবে। পরিকল্পনা ও বাজেট সংস্থার অভিমত, উচ্চশিক্ষা খাতকে বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করে জাতীয় অর্থনীতিতে সহায়তা করা উচিত। উপবিজ্ঞানমন্ত্রী আরও জানান, আপাতত, ১০৭টি বিশ্ববিদ্যালয় বিদেশী শিক্ষার্থী ভর্তি করার জন্য অনুমোদন পেয়েছে। প্রায় ৫৬ হাজার ইরাকি ছাত্র, ৩৩ হাজার আফগান ছাত্র এবং অন্যান্য দেশের ৫ হাজার ছাত্র ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করছে। ২০২২ সালের ডিসেম্বরে দাদাশপুর বলেছিলেন, আগামী তিন বছরে ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হবে। সূত্র: তেহরান টাইমস।
.