ইরানে বিদেশি বিনিয়োগ তিনগুণ বেড়েছে
ইরানে বিদেশি বিনিয়োগ অতীতের তুলনায় তিনগুণ বেড়েছে। ইরান সরকারের অর্থনৈতিক মুখপাত্র সৈয়দ এহসান খানদৌজি এই তথ্য জানান।
ইরানে বিদেশি বিনিয়োগ অতীতের তুলনায় তিনগুণ বেড়েছে। ইরান সরকারের অর্থনৈতিক মুখপাত্র সৈয়দ এহসান খানদৌজি এই তথ্য জানান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এবং অর্থনৈতিক মুখপাত্র এহসান খানদৌজি বয়কট করা উচিত ইহুদিবাদী ইসরাইল সরকারের সাথে যুক্ত এমন পণ্য এবং সংস্থাগুলির একটি তালিকা প্রস্তুত করতে সরকারের পরিকল্পনার বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, সর্বোচ্চ নেতা চেয়েছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অর্থনৈতিক জীবনরেখার সাথে ইসলামি দেশগুলির সম্পর্ক ছিন্ন করা হোক। এজন্য সরকার পণ্য ও কোম্পানিগুলো তালিকাভুক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিল্প, উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। মঙ্গলবার কাস্টমসকে এ তালিকা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র: মেহর নিউজ
.