ইরানে পাঁচ মাসে সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থান
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে ২২ আগস্ট) ইরানে ৩ লাখ ৪১ হাজার ৬৩৩ জনের কাজের সুযোগ তৈরি হয়েছে।
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে ২২ আগস্ট) ইরানে ৩ লাখ ৪১ হাজার ৬৩৩ জনের কাজের সুযোগ তৈরি হয়েছে। ইরানের জাতীয় কর্মসংস্থান পর্যবেক্ষণ পোর্টালে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা ইসনা।
উল্লিখিত তথ্য উল্লেখ করে ইরানের সমবায়, শ্রম ও সমাজকল্যাণ উপমন্ত্রী মাহমুদ করিমি বেরানভান্দ বলেন, পোর্টালে নিবন্ধিত প্রায় ৭০ শতাংশ কর্মচারী ছিলেন পুরুষ এবং ৩০ শতাংশ নারী এবং ৬০ শতাংশেরও বেশি আবেদনকারী ছিলেন ডিপ্লোমা বা উচ্চ শিক্ষা সম্পূর্ণ করা।
ইরানি এই কর্মকর্তার মতে, গত ১২ মাসে দেশে মোট ৯ লাখ ৭৫ হাজার ৬৩৩ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে। সূত্র: তেহরান টাইমস।
.