ইরানে জাকাত আদায় বেড়েছে ২৪ শতাংশ
২১ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ছয় মাসে ইরানে দেশব্যাপী ৩ হাজার ৩৮০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার) জাকাত আদায় হয়েছে।
২১ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ছয় মাসে ইরানে দেশব্যাপী ৩ হাজার ৩৮০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার) জাকাত আদায় হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় জাকাত আদায়ের পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে। খবর ইসনার।
মঙ্গলবার ইমাম খোমেইনি রিলিফ ফাউন্ডেশনের উপপরিচালক হাবিবুল্লাহ আসুদের বরাত দিয়ে ইসনার প্রতিবেদনে বলা হয়, আদায়কৃত মোট অর্থের মধ্যে ৬২০ বিলিয়ন রিয়াল (প্রায় ২ মিলিয়ন ডলার) দাতব্য সংস্থাগুলির মাধ্যমে আদায় হয়েছে। জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয় এবং একজনের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরীব ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়৷আসুদেহ বলেন, সংগৃহীত জাকাতের ৮০ শতাংশ অভাবগ্রস্তদের মৌলিক খাবার সরবরাহ করতে ব্যয় করা হয় এবং বাকিটা সুবিধাবঞ্চিত এলাকায় উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়।
বিশ্ব দান সূচকে ২০২১ সালে ১১৪টি দেশের মধ্যে ইরান ৩২তম উদার দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সূত্র: তেহরান টাইমস
.