• Jul 12 2023 - 08:15
  • 53
  • : Less than one minute

ইরানে ঐতিহ্যগত ওষুধের উপর শতাধিক প্রকল্প বাস্তবায়ন

ইরানে ঐতিহ্যগত ওষুধের উন্নয়নে শতাধিক গবেষণা ও প্রযুক্তি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

ইরানে ঐতিহ্যগত ওষুধের উন্নয়নে শতাধিক গবেষণা ও প্রযুক্তি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এরই অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি ইরানের ঐতিহ্যগত ওষুধের বই এবং বিশ্বকোষ মুদ্রণ এবং প্রকাশে সহায়তা করেছে। খবর বার্তা সংস্থা ইরনার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সিয়ান মেডিসিন দপ্তরের পরিচালক নাফিসে হোসেইনি ইয়েকতা ঘোষণা করেছেন,
ইরান ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বৈজ্ঞানিক উৎপাদনে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে রয়েছে এবং আগামী বছরগুলিতে উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে।

তিনি জানান, পার্সিয়ান ঐতিহ্যবাহী ওষুধের ওপর এ পর্যন্ত ১৭ হাজারের বেশি বই প্রকাশিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব বইকে স্বীকৃতি দিয়েছে।

ইরানের ঐতিহ্যবাহী ওষুধ দৃঢ়ভাবে চিকিৎসার চেয়ে স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধকে অগ্রাধিকার দেয়। এটি ঐতিহ্যগত ওষুধের সবচেয়ে প্রাচীন রূপগুলির মধ্যে একটি। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: