ইরানে ইনজেকশনযোগ্য অ্যান্টি-ক্যান্সার ওষুধ উন্মোচন
ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি ইনজেকশনযোগ্য একটি ওষুধ তৈরি করেছে।
ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি ইনজেকশনযোগ্য একটি ওষুধ তৈরি করেছে। ওষুধটি বিস্তর পরিসরে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ‘সাইক্লোফসফামাইড’ নামের ফার্মাসিউটিক্যাল পণ্যটি আলবোর্জ প্রদেশে অবস্থিত একটি ইরানি কোম্পানি উন্মোচন করেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতির ভাইস-প্রেসিডেন্ট রুহুল্লাহ দেহানি ফিরোজাবাদি। সূত্র: মেহর নিউজ