ইরানি হস্তশিল্পের পসরা বসবে কাতার বিশ্বকাপে
প্রতিবেশী কাতারে আসন্ন ফিফা বিশ্বকাপের সময় ফুটবল ভক্তদের জন্য পসরা বসবে দৃষ্টিনন্দন পারস্য হস্তশিল্পের।
প্রতিবেশী কাতারে আসন্ন ফিফা বিশ্বকাপের সময় ফুটবল ভক্তদের জন্য পসরা বসবে দৃষ্টিনন্দন পারস্য হস্তশিল্পের। ইরানের দক্ষিণ ফার্স প্রদেশের বাসিন্দাদের তৈরি বিখ্যাত এসব হস্তশিল্প পণ্য হাতের নাগালে পাবেন বিভিন্ন দেশ থেকে আসা ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার সিএইচটিএন এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
ফার্স প্রদেশের পর্যটন প্রধান সৈয়দ মোয়ায়েদ মোহসেন-নেজাদ বলেছেন, কাতার বিশ্বকাপ প্রদেশের হস্তশিল্পের প্রবর্তন এবং বাজারজাতকরণের জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিশ্বকাপে প্রদেশের হস্তশিল্পের শক্তিশালী উপস্থিতির জন্য ইভেন্ট শুরু হওয়া পর্যন্ত বাকি সময়ের জন্য পরিকল্পনা করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, হস্তশিল্প পণ্যের বাজারজাত ভালো উৎপাদনকে উৎসাহিত করে এবং অর্থনৈতিক চক্রকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হস্তশিল্পকে মানুষের জীবনে ফিরিয়ে আনতে পারলে এসবের পুনরুজ্জীবনের পথ প্রশস্ত হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। সূত্র: তেহরান টাইমস।
.