• Feb 16 2025 - 09:17
  • 13
  • : 2 minute(s)

ইরানি সিনেমা পশ্চিমা ভুল উপস্থাপনা মোকাবেলা করতে সক্ষম

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ইয়ান ম্যাককনভিল বিশ্বাস করেন যে ইরানি সিনেমার পশ্চিমা ভুল উপস্থাপনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ইয়ান ম্যাককনভিল বিশ্বাস করেন যে ইরানি সিনেমার পশ্চিমা ভুল উপস্থাপনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে।

ইয়ান ম্যাককনভিল গত জুনে ইরানের ইসলামী প্রজাতন্ত্রে অস্ট্রেলিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে তার কাজ শুরু করেন। তিনি এর আগেও একবার ইরানে এসেছিলেন। সম্প্রতি তিনি শিরাজ সফর করেন এবং ২০১৭ সালে শহরটিতে তার ভ্রমণের কথা স্মরণ করে বলেন যে শিরাজ পর্যটনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং অনেক অস্ট্রেলিয়ান নাগরিক শিরাজকে চেনেন এবং পর্যটন ও কৃষিক্ষেত্রগুলো শিরাজ ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতার জন্য একটি ভাল সুযোগ হতে পারে। ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, একজন প্রতিবেদকের সাথে সাক্ষাৎকারে তিনি ইরানি শিল্প সংস্কৃতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যার কিছু অংশ এখানে তুলে ধরা হলো:

শিল্প ও সিনেমা ইরানকে বিশ্বের মানুষের কাছে নিজের প্রকৃত চিত্র তুলে ধরতে কতটা সাহায্য করেছে বলে আপনি মনে করেন?

সংস্কৃতির মধ্যে যোগাযোগের একটি মাধ্যম হল চলচ্চিত্র এবং শিল্প। ইরানি সংস্কৃতির একটি সুপরিচিত বৈশিষ্ট্য হল এর চলচ্চিত্র নির্মাণ শিল্প, যা বিশ্বব্যাপী পরিচিত এবং সাম্প্রতিক বছরগুলিতে অনেক বিখ্যাত ইরানি চলচ্চিত্র পুরষ্কার জিতেছে। অস্ট্রেলিয়ায় ইরানি শিল্প কতটা স্বীকৃতি পাচ্ছে তা দেখে উৎসাহিত বোধ হয়।

ইরানি সিনেমার সাথে আপনি কতটা পরিচিত এবং বিশ্বের দর্শকদের কাছে এটা পৌঁছানোর সম্ভাবনা কি আপনি দেখতে পান?

আন্তর্জাতিকভাবে ইরানি সিনেমার খুব ভালো খ্যাতি রয়েছে এবং বর্তমানে বিশ্বব্যাপী এটি সমাদৃত। এখনও, ইরানি চলচ্চিত্রগুলো বড় বড় উৎসবগুলোতে পুরষ্কার জিতে নিচ্ছে। তাই আমি মনে করি বিশ্বকে উপহার দেওয়ার মতো অনেক অর্জন এবং সক্ষমতা ইরানের রয়েছে। ইরানি চলচ্চিত্র শিল্পের বাধা ভেঙে ফেলার ক্ষমতা রয়েছে এবং তারা দেখাতে পারে যে বিশ্ব সম্প্রদায় কীভাবে শেষ পর্যন্ত একটি ঐক্যবদ্ধ এবং অনন্য সম্প্রদায়। তাই কখনও কখনও যখন পশ্চিমা বিশ্বে ইরানকে একটি নির্দিষ্ট (নেতিবাচক) উপায়ে চিত্রিত করা হয়, তখন চলচ্চিত্র শিল্পের মাধ্যমে ইরানি সংস্কৃতি এবং ইরানি সমাজকে সঠিকভাবে তুলে ধরা সম্ভব।  

বিশ্বের বহু দেশে সমস্যা রয়েছে; কিন্তু মূলধারার গণমাধ্যমে ইরানের যে চিত্র দেখানো হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন। আপনি কি মনে করেন?

বিশ্বের প্রতিটি দেশেই এমন কিছু অংশ রয়েছে যেখানে প্রবেশ করলে এবং তাদের সাথে যোগাযোগ করলে, আপনি আগের চেয়ে নিজের সম্পর্কে ভিন্ন ধারণা উপলব্ধি করতে পারেন এবং ইরানও এর ব্যতিক্রম নয়। ইরান ঐতিহাসিকভাবে সমৃদ্ধ; শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং পরিবারের প্রতি আন্তরিকতার সংস্কৃতি এই দেশের গভীরে প্রোথিত রয়েছে। ইরানি সিনেমা শিল্পের একটি বৈশিষ্ট্য হলো, অনেক বিষয় উপেক্ষা করা হয় না এবং সেগুলো সুন্দর ও সততার সাথে সমাধান করা হয়। আমার মনে হয় এ ক্ষেত্রে ইরান কয়েক দশকেরও বেশি সময় ধরে খ্যাতির শীর্ষে রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: