• Sep 28 2022 - 13:15
  • 98
  • : Less than one minute

ইরানি রেড ক্রিসেন্টকে রোল মডেল বললো আইএফআরসি

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) সদস্যদের জন্য বিশ্বব্যাপী একটি রোল মডেল হিসেবে প্রশংসা করেছে আইএফআরসি।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) সদস্যদের জন্য বিশ্বব্যাপী একটি রোল মডেল হিসেবে প্রশংসা করেছে আইএফআরসি। ইরানি রেড ক্রিসেন্টের বর্ধিত বহরের পাশাপাশি বড়, সু-সজ্জিত এবং সুসংগঠিত গুদাম থাকায় এই প্রসংশা করা হয়।আইএফআরসির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের বৈরুত-ভিত্তিক কর্মকর্তা ডারমিন টাকার বলেছেন,ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বের সবচেয়ে বড় রেড ক্রিসেন্ট সোসাইটিগুলির  অন্যতম, যাদের সর্বোচ্চ সক্ষমতা রয়েছে। খবর আইআরএনএ’র।তিনি বলেন, লজিস্টিক ক্ষেত্রে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির অভিজ্ঞতাগুলি আইএফআরসি-এর অন্য সদস্যদের সাথে শেয়ার করা উচিত। এই সফল অভিজ্ঞতাগুলি অন্য সদস্যদের প্রদান করার জন্য ইংরেজি ভাষায় অনুবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: