• May 2 2022 - 10:29
  • 92
  • : Less than one minute

ইরানি নৌবাহিনীতে যুক্ত হচ্ছে জাগ্রোস ও দামাভান্দ-২ যুদ্ধজাহাজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, দেশের নৌবাহিনীতে জাগ্রোস এবং দামাভান্দ-২ নামে দুটি ডেস্ট্রয়ার শিগগিরই যুক্ত হচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, দেশের নৌবাহিনীতে জাগ্রোস এবং দামাভান্দ-২ নামে দুটি ডেস্ট্রয়ার শিগগিরই যুক্ত হচ্ছে। নিজস্ব প্রযুক্তিতে জাহাজ দুটির নির্মাণ কাজ চলছে এবং তা দ্রুত শেষ হবে বলে জানান তিনি।

শুক্রবার রাতে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন শাহরাম ইরানি। তিনি বলেন, জাগ্রোস এবং দামাভান্দ দুটিই নতুন প্রজন্মের জাহাজ এবং নিকট ভবিষ্যতে বিশেষ কোন দিবসে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীকে এই দুটি যুদ্ধজাহাজ হস্তান্তর করা হবে।

নৌবাহিনীতে যুক্ত করার আগে যুদ্ধজাহাজ দুটির নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং তাদের প্রযুক্তিগত নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এই জাহাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের নৌ বাহিনী উন্মুক্ত সাগরের যেকোনো জায়গায় এসব জাহাজকে ব্যবহার করতে পারবে।

অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, দেশীয় প্রযুক্তিতে এ ধরনের উন্নত জাহাজ তৈরির মধ্যদিয়ে দেশের শিল্প সক্ষমতার পরিচয় ফুটে উঠেছে।পার্সটুডে/

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: