ইরানি নারীর সাফল্য: প্যারালিম্পিক পুরস্কার ও ফুটসাল বিশ্বকাপে রেফারির দায়িত্ব
এশিয়ান প্যারালিম্পিক কমিটি একজন ইরানি নারী প্রতিনিধি জাহরা নেমাতিকে 'এশিয়ার সেরা দায়িত্বশীল কর্মকর্তা' হিসেবে নির্বাচিত করেছে।

এশিয়ান প্যারালিম্পিক কমিটি একজন ইরানি নারী প্রতিনিধি জাহরা নেমাতিকে 'এশিয়ার সেরা দায়িত্বশীল কর্মকর্তা' হিসেবে নির্বাচিত করেছে।
সম্প্রতি এশীয় প্যারালিম্পিক কমিটির সাধারণ সভায় ইরানের এই সফল অ্যাথলিট ও কোচকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, জাহরা নেমাতি অলিম্পিক, এশিয়ান প্যারা গেমসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্টে একাধিক পদক জয়ের পাশাপাশি বর্তমানে ইরানের জাতীয় প্যারা-আর্চারি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
তিনি আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, ইরানের জাতীয় অলিম্পিক কমিটি ও প্যারা অলিম্পিক কমিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে সক্রিয় উপস্থিতি ও ভূমিকা রেখেছেন।
এই সাফল্যের ভিত্তিতে জাহরা নেমাতি এশিয়ান প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে এশিয়ার সেরা দায়িত্বশীলের সম্মাননা পদক ও পুরস্কার লাভ করেন এবং এ পুরস্কারটি তিনি এশিয়ান প্যারালিম্পিক কমিটির সভাপতি মাজেদ রাশেদ-এর কাছ থেকে গ্রহণ করেন।
মহিলা ফুটসাল বিশ্বকাপে দুই ইরানি নারী রেফারি
ইরানি নারী ক্রীড়াঙ্গনের আরেকটি সুখবর হলো—প্রথমবারের মতো অনুষ্ঠেয় মহিলা ফুটসাল বিশ্বকাপে দুই ইরানি নারী রেফারি দায়িত্ব পালন করবেন।
ফিফার ঘোষণায় বলা হয়েছে, ইরানের জারি ফাতেহি এবং গোলারেহ নাজেমি আসন্ন এই প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করবেন। টুর্নামেন্টটি আগামী ২১ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ফিলিপাইনের ম্যানিলা ও নেগ্রোস শহরে ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে
.