• Feb 19 2025 - 09:04
  • 15
  • : Less than one minute

ইরানি তরুণী বর্ষসেরা গবেষক

‘ব্রিকস অ্যান্ড এসসিও ইয়ং লিডারস অ্যাওয়ার্ড’- এ ইরানি নারী হোসনা সালিমি বর্ষসেরা তরুণ গবেষকের খেতাব জিতেছেন।

‘ব্রিকস অ্যান্ড এসসিও ইয়ং লিডারস অ্যাওয়ার্ড’- এ ইরানি নারী হোসনা সালিমি বর্ষসেরা তরুণ গবেষকের খেতাব জিতেছেন। এএমএফ-এর ষষ্ঠ ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রশিক্ষণার্থী হোসনা সালিমি ফোরাম কর্তৃক প্রতিযোগিতার জন্য মনোনীত হন। বৈজ্ঞানিক ও গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি এই পুরষ্কার লাভ করেছেন।

২৬ জানুয়ারি রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভারত, ইরান, চীন, মিশর, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার প্রতিনিধিরা মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল এন্টারপ্রেনার, পাবলিক ডিপ্লোমেসি, ইয়াং রিসার্চার এবং ইকো-ইনিশিয়েটিভস সহ বিভিন্ন বিভাগে স্বীকৃতি পান। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: