ইরানি ট্র্যাক্টর কোম্পানি ২৪টি দেশে পণ্য রপ্তানি করে
ইরান ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (আইটিএমসিও) উপপ্রধান করিম আঘেলভান্দ বলেছেন, তার কোম্পানি বিভিন্ন মহাদেশের ২৪টি দেশে পণ্য রপ্তানি করছে।
ইরান ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (আইটিএমসিও) উপপ্রধান করিম আঘেলভান্দ বলেছেন, তার কোম্পানি বিভিন্ন মহাদেশের ২৪টি দেশে পণ্য রপ্তানি করছে।
রোববার ইউনিয়ন অব তুর্কি রাইটস সদস্যদের ইরান ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ পরিদর্শনকালে তিনি বলেন, এই শিল্প গ্রুপের পণ্যগুলি জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, তুরস্ক, আজারবাইজান প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশ এবং আফ্রিকার বিভিন্ন দেশ এবং সেইসাথে পাকিস্তান, আফগানিস্তান এবং বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইরান ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ‘ইরানের শিল্পের রত্ন’, যার প্রভাব এবং সুবিধাগুলি দেশের বিভিন্ন অর্থনৈতিক দিকগুলিতে দৃশ্যমান।বর্তমানে ইরানে দেশীয়ভাবে ৯৫ ভাগ ট্রাক্টর উৎপাদন হচ্ছে বলে জানান তিনি। সূত্র: তেহরান