• Sep 30 2025 - 07:14
  • 2
  • : 2 minute(s)

ইরানি জাতির পথ উৎপীড়কদের বিরুদ্ধে প্রতিরোধ: পেজেশকিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জাতির পথ হলো উৎপীড়কদের বিরুদ্ধে প্রতিরোধ এবং মর্যাদার।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জাতির পথ হলো উৎপীড়কদের বিরুদ্ধে প্রতিরোধ এবং মর্যাদার।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের পথ হলো প্রতিরোধ, জনগণের শক্তির ওপর নির্ভর করা এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে মর্যাদার সাথে এগিয়ে যাওয়া। প্রতিবেশীদের সাথে ব্যাপক এবং গঠনমূলক সুসম্পর্কের  মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। অশুভ শক্তি কখনই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না বলে তিনি দৃঢ়ভাবে উচ্চারণ করেন।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, দেশ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত এবং তার সরকারের মূল্য লক্ষ্য জনগণের জীবন-মান ও জীবিকার প্রতি মনোযোগ দেওয়া।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রোববার সন্ধ্যায়, পেজেশকিয়ান নিউইয়র্ক সফর এবং তার অর্জন নিয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসময় তার অর্জন এবং পরিকল্পনাগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন। ইরানের পারমাণবিক সমস্যার ন্যায্য সমাধানের জন্য ইসলামি প্রজাতন্ত্র  সব সময় প্রস্তুত। তবে তেহরানের আন্তরিক প্রচেষ্টার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও হুমকিমূলক আচরণের সমালোচনা করেন তিনি। পেজেশকিয়ান দৃঢ়তার সাথে বলেন, 'আমরা তাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করব না, এতে চুক্তি ভঙ্গকারী এবং হুমকিদাতারা আমাদের ওপর কখনই সন্তুষ্ট হবে না।

মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সামুদ ফ্লিট তিন দিনের মধ্যে গাজায় পৌঁছাবে

বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজায় মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সামুদ ফ্লিটের জাহাজগুলি এই অঞ্চলে যাচ্ছে এবং এখন এই শহর থেকে মাত্র তিন দিন দূরে রয়েছে। গাজার অবরোধ ভাঙার জন্য আন্তর্জাতিক কমিটি ঘোষণা করেছে যে প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত বিশ্বব্যাপী 'সামুদ' বহরটি বর্তমানে মিশরের 'মুরসি মাতরুহ' বন্দরের উত্তরে অবস্থান করছে। এখন গাজায থেকে ৬৬৫ কিলোমিটার দূরে রয়েছে।

লেবানন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির বিরুদ্ধে দাঁড়িয়েছে:শেখ নাইম কাসেম

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম দৃঢ়তার সাথে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় লেবাননের প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য প্রতিরোধী লেবাননের জনগণের সর্বোচ্চ সমর্থন রয়েছে। আর এ এই সমর্থনের ওপর জোর দিয়ে বলেছেন, যে কেউ সাহসী ও ধৈর্যশীল জনগণের এই অবস্থান দেখবে সে বিশ্বাস করবে যে তারা ইসরায়েলি শত্রুর মোকাবেলায় বিজয়ী হবে।'

মিশিগানের একটি গির্জায় গুলিবর্ষণএকজন নিহত এবং নয়জন আহত

পুলিশ জানিয়েছে, মিশিগানের একটি গির্জায় গুলিবর্ষণ এবং পরে অগ্নিকাণ্ডের ফলে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। সেখানে শতাধিক লোক উপস্থিতি ছিল।  মিশিগানের একজন পুলিশ কর্মকর্তা রোববার জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ও একজন নিহত। সন্দেহভাজনও গুলিবর্ষণকারী মারা গেছেন।

নেসেট ইহুদি-বিরোধী কর্মীকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রাথমিক বিল পাস করেছে

রোবরার নেসেটের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিটি প্রথম পর্যায়ে ইহুদিবিরোধী কর্মীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিলের পক্ষে ভোট দিয়েছে। কমিটি বিলটি অনুমোদনের মাধ্যমে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে শত্রুতামূলক ব্যবস্থা বৃদ্ধির লক্ষ্যে একটি বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে। ফিলিস্তিনি বন্দিদের তথ্য সক্রান্ত কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নীতি এবং আইনের পরিপন্থি যা দখলদারিত্ব প্রতিরোধকামী জনগণের অধিকার নিশ্চিত করে না। মাধ্যমটির মতে, বিলটির অনুমোদন হল মিথ্যা আইনি আবরণে ফিলিস্তিনি বন্দিদের হত্যাকে বৈধতা দেওয়া। ইসরায়েলের অসৎ অভিপ্রায়ের একটি আনুষ্ঠানিক ঘোষণা এবং দখলদার ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলিতে বিরাজমান অপরাধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়।

স্ন্যাপব্যাক বাতিল এবং বাতিল: উলিয়ানভ

ভিয়েনায় নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনরুদ্ধারের ট্রিগার মেকানিজম (স্ন্যাপব্যাক) বাতিল এবং বাতিল। তিনি সামাজিক যোগাযোগ সোশ্যাল নেটওয়ার্ক X-এ লিখেছেন: ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড দাবি করেছে যে স্ন্যাপব্যাক সফলভাবে সম্পন্ন হয়েছে! কিন্তু এর সাথে সম্পর্কিত প্রক্রিয়া এই তিনটি ইউরোপীয় দেশ লঙ্ঘন করেছে!#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: