• Aug 21 2024 - 17:22
  • 15
  • : Less than one minute

ইরানি কোম্পানির ৫০ দেশে ১৭ হাজার মেডিকেল ডিভাইস রপ্তানি

ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি পাঁচটি মহাদেশের ৫০টি দেশে ১৭ হাজারের অধিক উন্নত চিকিৎসা ডিভাইস রপ্তানি ও ইনস্টল করেছে।

ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি পাঁচটি মহাদেশের ৫০টি দেশে ১৭ হাজারের অধিক উন্নত চিকিৎসা ডিভাইস রপ্তানি ও ইনস্টল করেছে। রোগীর অত্যাবশ্যক লক্ষণ মনিটর, উন্নত আইসিইউ ভেন্টিলেটর, ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ, এইডি ডিফিব্রিলেটর এবং সাকশন ডিভাইস সহ উন্নত চিকিৎসা সরঞ্জামের নকশা ও উৎপাদনে কোম্পানিটির বিশেষত্ব রয়েছে। বার্তা সংস্থা ইরনা সোমবার এই খবর দিয়েছে।

এসব পণ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ, আইসিইউ), জরুরি বিভাগ এবং অ্যাম্বুলেন্সে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা ইয়াঘুবজাদে বলেন, প্রতিষ্ঠানটি ইরানকে উন্নত চিকিৎসা সরঞ্জামের নকশা ও উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করেছে।ফলে ইরান ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় এই অত্যাধুনিক পণ্যগুলির রপ্তানিকারক হিসেবে রূপান্তরিত হয়েছে। সূত্র: ইরনা

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: