• Jul 28 2025 - 08:20
  • 42
  • : 1 minute(s)

ইরানি কিশোরী তায়কোয়ান্দো দল রানার্সআপ, হকি স্কেটিংয়ে টানা তৃতীয় জয়

মালয়েশিয়ার ‘কুচিং’ শহরের ‘পরপাদুয়ান’ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৩তম এশিয়ান তায়কোয়ান্দো জুনিয়র চ্যাম্পিয়নশিপে ইরানের কিশোরী দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

মালয়েশিয়ার ‘কুচিং’ শহরের ‘পরপাদুয়ান’ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৩তম এশিয়ান তায়কোয়ান্দো জুনিয়র চ্যাম্পিয়নশিপে ইরানের কিশোরী দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

পার্সটুডে জানিয়েছে, ৩৬টি দেশের প্রতিযোগীদের অংশহগ্রহণে অনুষ্ঠিত এই ইভেন্টে এলিনা আলীপুর, জাহরা ফালাহ এবং সায়না খান আলিফার্দ স্বর্ণপদক জয় করেন। এছাড়া, নেগার মোজাফফারি এবং ফাতেমেহ ইস্কান্দারনিয়া রৌপ্যপদক অর্জন এবং রোজান গোদারজি জিতেছেন ব্রোঞ্জ পদক।

এই সাফল্যের ভিত্তিতে মেয়েদের বিভাগে ইরান ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ দক্ষিণ কোরিয়ার পর এশিয়ার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

এশিয়ান স্কেটিং চ্যাম্পিয়নশিপে ইরানি নারীদের টানা তৃতীয় জয়

দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়ান স্কেট চ্যাম্পিয়নশিপে ইরানের সিনিয়র মহিলা ইনলাইন হকি দল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিক শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৮-০ গোলে হারিয়েছে। এর ফলে ইরান তাদের টানা তৃতীয় বিজয় নিশ্চিত করেছে এবং এর মাধ্যমে অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।

নারী চ্যাম্পিয়ন্স লিগে ইরানি নারী রেফারিদের অংশগ্রহণ

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ঘোষণা করেছে, ২০২৫/২৬ মৌসুমের এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ইরান থেকে তিনজন নারী রেফারি দায়িত্ব পালন করবেন।

মাহনাজ জাকায়ি প্রধান রেফারি হিসেবে এবং আতেনা লাশানি ও বাহরে সেইফি নাহভান্দি সহকারী রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই ধারাবাহিক সাফল্যগুলো ইরানি নারীদের ক্রীড়াঙ্গনে দৃঢ় অবস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক হয়ে উঠেছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: