• Oct 20 2025 - 07:38
  • 9
  • : 1 minute(s)

ইরান স্ন্যাপব্যাককে বৈধ মনে করে না, নিষেধাজ্ঞা মোকাবেলায় অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করতে হবে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপমন্ত্রী হামিদ কানবারি বাস্তবতার আলোকে নিষেধাজ্ঞা মোকাবিলার ওপর জোর দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপমন্ত্রী হামিদ কানবারি বাস্তবতার আলোকে নিষেধাজ্ঞা মোকাবিলার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া বা স্ন্যাপব্যাক প্রক্রিয়াকে বৈধ বলে মনে করে না।

তিনি আরও বলেছেন, ইরানের রাষ্ট্রীয় নীতি হলো নিষেধাজ্ঞাকে অস্বীকার করার পরিবর্তে সক্রিয়ভাবে এর মোকাবিলা করা এবং এর প্রভাব কমানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া।

পার্সটুডে জানিয়েছে, হামিদ কানবারি বলেছেন- ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনের ওপর নিষেধাজ্ঞার প্রভাব কমাতে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি এবং প্রতিপক্ষ যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, সেটি ভাঙতে হবে।

স্ন্যাপব্যাকের আইনি কাঠামো সম্পর্কে তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মাধ্যমেই সম্ভব এবং ইরান এ বিষয়ে নিজস্ব কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, ইরানের বর্তমান বাণিজ্যিক ও আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো অতীতের তুলনায় অনেক পরিবর্তিত হয়েছে, ফলে নিষেধাজ্ঞাগুলো আগের মতো কার্যকর হবে না। কানবারি সতর্ক করে বলেন, গণমাধ্যমের পক্ষ থেকে ভয় সৃষ্টির প্রচারণা এক ধরনের "মানসিক নিষেধাজ্ঞা", যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ইরানের এই উপমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক শক্তি, উৎপাদন ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি- এসবই আলোচনায় সাফল্যের মূল চাবিকাঠি। তিনি আরও বলেন, জনগণের জীবনযাত্রা যেন দীর্ঘমেয়াদি আলোচনার ওপর নির্ভরশীল হয়ে না পড়ে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: