• Feb 6 2025 - 09:29
  • 15
  • : Less than one minute

ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে: আলী শামখানি

ইসলামি বিপ্লবের সর্বোাচ্চ নেতার উপদেষ্টা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক প্রধান আলী শামখানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে।

ইসলামি বিপ্লবের সর্বোাচ্চ নেতার উপদেষ্টা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক প্রধান আলী শামখানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে।

পারমাণবিক শিল্পে ইরানের সর্বশেষ অর্জন এবং পদক্ষেপ সম্পর্কে জানতে এর বিভিন্ন পণ্য পরিদর্শনে এসে আলী শামখানি পরমাণবিক প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জোর দিয়ে বলেন, ইরানিদের সৃষ্টিশীলতা এবং এ ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের ফলে তেহরান এ শিল্পে উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে। পার্সটুডের সংবাদ অনুযায়ী সর্বোচ্চ নেতার এ উপদেষ্টা আরো বলেন, পারমাণবিক প্রযুক্তি কেবল নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেই নয় বরং চিকিৎসা, কৃষি, পানি সম্পদ ব্যবহার এবং পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।  

ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান বলেন, পারমাণবিক ক্ষেত্রে ইরানের বৈজ্ঞানিক স্বাধীনতা আমেরিকাসহ কিছু শক্তির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোর প্রতি দেশটির আনুগত্যের দিকে ইঙ্গিত করে বলেছেন,  ইরান কখনও পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটে নি এবং তারা এটি কখনোই করবে না।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: