• Mar 27 2025 - 11:27
  • 3
  • : Less than one minute

ইরান শীঘ্রই নতুন রেডিও ফার্মাসিউটিক্যালস উন্মোচন করবে

ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ৮ এপ্রিল জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে নতুন রেডিওফার্মাসিউটিক্যালস উন্মোচন করবে ইরান।

ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ৮ এপ্রিল জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে নতুন রেডিওফার্মাসিউটিক্যালস উন্মোচন করবে ইরান।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও বিগত বছরগুলিতে ইরানের আণবিক শক্তি সংস্থা উল্লেখযোগ্য সাফল্য এবং অগ্রগতি লাভ করেছে।

বিগত বছরগুলির মতো ৮ এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে দেশটির পারমাণবিক শিল্পের বেশ কয়েকটি অসামান্য সাফল্য উন্মোচন করা হবে বলে জানান এইওআই প্রধান। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: